এর জন্য Calculator টি MS বা ES মডেলের হতে হবে। TL মডেলে কাজ করবে না।
প্রথমে Calculator টির SHIFT, 7, ON তিন টি কী একত্রে চাপুন।
এতে Calculator এর পুরো স্ক্রিন কালো হয়ে যাবে:
ভয় পাওয়ার কিছু নেই, এবার...
MS মডেলে : SHIFT চাপতে থাকুন (১৪ বার) যতক্ষন পর্যন্ত "O"না আসে।
ES মডেলে : SHIFT চাপতে থাকুন (৫ বার) যতক্ষন পর্যন্ত "Press AC"না আসে, তারপর AC চাপুন, এখন Contrast ঠিক করতে চাইলে "<REPLY>" চাপুন, আবার AC চাপুন, "O" আসবে।
এবার "SHIFT" হতে "=" পর্যন্ত পর্যায়ক্রমে চাপুন ("ON" বাদে)
ডান পাশের ম্যসেজ দেখালে বুঝবেন আপনার CASIO Scientific Calculator টি ১০০% আসল।
এখন কার্যাবস্থায় ফিরে যেতে ON চাপুন।
(i) ES Model Calculator
(ii) MS Model Calculator
Press SHIFT, 7, ON
Press SHIFT, 7, ON
ES Black
MS Black
MS মডেলে : SHIFT চাপতে থাকুন (১৪ বার) যতক্ষন পর্যন্ত "O"না আসে।
ES মডেলে : SHIFT চাপতে থাকুন (৫ বার) যতক্ষন পর্যন্ত "Press AC"না আসে, তারপর AC চাপুন, এখন Contrast ঠিক করতে চাইলে "<REPLY>" চাপুন, আবার AC চাপুন, "O" আসবে।
এবার "SHIFT" হতে "=" পর্যন্ত পর্যায়ক্রমে চাপুন ("ON" বাদে)
TEST OK
TEST OK
এখন কার্যাবস্থায় ফিরে যেতে ON চাপুন।