Rahul Olo's Archive ;)

ট্রেকিং (Trekking) / ভ্রমণ – এর সময় সাথে যা যা নেয়া উচিত


১ / ২ / ততোধিক দিনের ট্রেকিং (Trekking) / ভ্রমণ – এর সময় সাথে যা যা নেয়া উচিতঃ

Ecotourism – গ্রুপের ৪৪ তম ইভেন্টে পটিয়া থেকে বান্দরবান ট্রেকিং - এর পথে পটিয়ার বুদবুদি ছড়ার পরে বৃষ্টিস্নাত এক পাহাড় চূড়া থেকে তোলা ছবি।



ব্যাগপ্যাক (ওয়াটারপ্রুফ হলে ভালো হয়)
টি-শার্ট / শার্ট (সুতির ফুল হাতা / হাফ হাতা)
ফুল প্যান্ট (জিন্স নয়)
শর্ট প্যান্ট (জিন্স নয়)
ট্রাউজার
রাউন্ড হ্যাট / ক্যাপ
ওয়াটারপ্রুফ কেডস / জঙ্গল বুট
ট্র্যাকিং স্যান্ডেল
সানগ্লাস
রুমাল
গামছা
লুঙ্গি
রেইন কোট বা বর্ষাতি / ছাতা
হ্যামক
মাল্টি টুলস
বাতাস বালিশ বা ইনফ্লেটেবল পিলো / নেক পিলো
ওয়াকিং-স্টিক
নাইলনের লম্বা দড়ি
ম্যাচ বা লাইটার
ছুরি / সুইস নাইফ
ছোট কাঁচি
বাঁশি
বড় চার্জার লাইট
ছোট টর্চ লাইট
পানির বোতল / মজবুত ফ্লাক্স
খাবার স্যালাইন / গ্লুকোজ
টুথপেস্ট
টুথব্রাশ
মশা নিধনকারী স্প্রে বা এরোসল / ওডোমস ক্রিম
সান স্কিন ক্রিম
ফেইস ওয়াশ
ফেইস ক্রিম
বডি লোশন
বডি স্প্রে
হেয়ার ক্রিম / তেল
চিরুনি
সাবান (মিনি প্যাক)
শ্যাম্পু (মিনি প্যাক)
বড় প্লাস্টিক ব্যাগ
কিছু পলি ব্যাগ
টয়লেট টিস্যু
এন্টি সেপটিক মলম বা লোশন
গজ
তুলা
ব্যান্ডেজ
প্যারাসিটামল ট্যাবলেট (সাধারণ জ্বর / ব্যাথা প্রতিরোধের)
নাপা এক্সট্রিম (মাথা ব্যাথা প্রতিরোধের)
এন্টাসিড ট্যাবলেট (গ্যাস্ট্রিক বা এসিডিটি প্রতিরোধের)
এভোমিন ট্যাবলেট (বমি প্রতিরোধের)
এলাট্রোল / সেট্রিন ট্যাবলেট (সর্দি-কাশি / এলার্জি প্রতিরোধের)
ফ্লাজিল / ইমোটিল / সিপ্রোসিন ট্যাবলেট (ডায়রিয়া প্রতিরোধের)
ডক্সিসাইক্লিন বা Doxicycline ট্যাবলেট (ম্যালেরিয়া প্রতিরোধের)
ফোল্ডিং হাতপাখা
সিঙ্গেল / ডাবল বিছানার চাদর (রাতের জন্য)
উক্ত অঞ্চলের মানচিত্র
পরিচয় পত্র
ছোট নোট প্যাড এবং কলম / পেন্সিল
গল্প / উপন্যাসের বই
লাইফ জ্যাকেট
তাঁবু


উপরোক্ত আনুসঙ্গিক  জিনিষগুলো সাথে নিন যা আপনার দরকার বলে মনে হয় কিংবা নেয়া উচিত তবে অবশ্যই লক্ষ্য রাখবেন, বহনকারী জিনিষগুলো বহন করতে আপনার যেন অসুবিধা না হয় এবং যাতে তা বোঝা না হয়ে দাঁড়ায়।

/ / ততোধিক দিনের ট্রেকিং (Trekking) / ভ্রমণ – এর সময় সাথে যা যা নেয়া উচিত - লেখাটি পড়তে শেয়ার করতে চাইলে, শর্ট লিংকঃ http://goo.gl/igAnie

প্রয়োজনে সবকিছু! 
proyojone.com

Search anything from this blog ;)