Rahul Olo's Archive ;)

সঞ্জীব চট্টোপাধ্যায় এর লোটা কম্বল উপন্যাসের কিছু অসাধারণ লাইন

→ তুমি যখন এসেছিলে, তখন তুমি কেঁদেছিলে আর জগত হেসেছিল, তুমি যখন যাবে হাসতে হাসতে যাবে আর সারা জগত তোমার জন্য কাঁদবে।
জীবন যখন যে ভার কাঁধে চাপিয়ে দেবে সে ভার বইবার শক্তি অর্জন করতে হবে।
পৃথিবীটা বড় অদ্ভুত জায়গা। একদিকে যেমন ভালো, আর একদিকে তেমনি খারাপ।
অতীত যখন মনে এসে ভীড় করে তখন বুঝতে হবে বয়স হয়েছে।
অন্ধ না হলে মনের চোখ খোলে না।
প্রতিভার ডুপ্লিকেট নেই।
চরিত্র ঠিক রাখা বড় কঠিন ব্যাপার।
মানুষের মত নিষ্ঠুর, পরশ্রীকাতর, নীচ, ক্যালকুলেটিং প্রাণী পৃথিবীতে আর দ্বিতীয়টি পাবে না।
পৃথিবী বড় কঠিন জায়গা। তাইতো জন্মের মুহূর্তে আমরা কেঁদে উঠি।
মুখের কথায় ভুল বুঝো না। চিনতে শেখো; কোন কথাটা কথার, কোন কথাটা মনের।
নিজেকে চিনতে শেখো, জীবনে চলার রাস্তা খুঁজে পাবে।
যখন যা নিয়ে মাতবে, তখন একেবারে চূড়ান্ত করে ছেড়ে দেবে।
মৃত্যুর কথা ভাবা যায়, মৃত্যুর মুখোমুখি হওয়া যায় না।
জীবনকে যত সিম্পল করবে তত সুখ বাড়বে।
ভয়কে জয় করো। তা না হলে জীবনের কাছ থেকে কিছুই পাবে না।
চাওয়া আর পাওয়ার তুচ্ছ জগত থেকে বেরিয়ে আসতে পারলে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক অনেক ঘনিষ্ঠ হতে পারে।
লাখোপতি, কোটিপতিও দরিদ্র; যদি তার মনটা ক্ষুদ্র হয়।
মানুষকে যত দেখা যায় তত চেনা যায় নিত্য নতুন রুপে।
নিজের শাসনে নিজেকে রাখতে না পারলে সব অনুশাসনই কাগজের উপর কালো কালির হরফ।
জীবন নিয়ে খেলতে গিয়ে মৃত্যুকে প্রশ্রয় দেয়া চলে না।

Search anything from this blog ;)